তিমির বিদারী পাঠাগার মুক্তির পথে আলোর দিশারী Monday, 29th April, 2024 |
BLOG LIST

Old Wine in a New Bottle
পুরনো ধ্যানধারণা নতুন প্রজন্মের চেতনায় প্রতিস্থাপিত হচ্ছে দেখে ভড়কে যাবার কিছু নেই। নতুনভাবে সমাজটাকে সাজানোর ভাবনায় যারা মত্ত,তাদের মনে রাখতে হবে জীনের প্রভাব শরীরে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সমাজে নতুন শ্রেণির উত্থানের সাথে পুরনো শক্তির ক্ষমতায় ভাঁটার আবির্ভাবে দ্বন্দ্ব-সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠে। গ্রামীণ সমাজে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণের স্বরূপ এটি। গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভরতা থেকে রেমিট্যান্স(বৈদেশিক আয়) নির্ভর হয়ে পড়ায় সামাজিক শ্রেণিবৈষম্য নতুন মাত্রায় প্রবাহিত হচ্ছে। উঠতি শ্রেণি নিজেদের অবস্থান ঠিকভাবে মূল্যায়ন করতে পারেনা কাঁচা টাকার প্রভাবে যা তাদের নিক্ষেপ করে ক্ষমতার ইন্দ্রজালে।সমাজে গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্ব ছোবাভিত্তিক(অন্তঃগোষ্ঠী) দ্বন্দ্বের দিকে ধাবিত হচ্ছে যা একসময় পরিবারকেন্দ্রিক দ্বন্দ্বে রূপ নিবে অনুমান করা যায়। মধ্যস্বত্তভোগি শ্রেণি মূলত এসব ঝগড়ায় ইন্ধন জুগিয়ে থাকে কেননা এই শ্রেণি টিকেই আছে বিবদমান গোষ্ঠীর কাছ থেকে প্রাপ্ত মাসোহারা দিয়ে। দেশে পরিবর্তন আসবে নতুন প্রজন্মের হাত ধরে, যারা এই তত্ত্বে বিশ্বাসী আমি তাদের দলে নয়। বুড়োদের দল থেকেই আসতে হবে পরিবর্তনের মূল ধারণা যা নতুনদের প্রেরণা জোগাবে। আবালবৃদ্ধ সবই যদি একই আদর্শের মতাদর্শী হয় সেখানে পরিবর্তন অসম্ভব ব্যাপার। কুঁজো বুড়োদের সামনে থেকে পথ দেখাতে হবে সমাজকে, তার বদলে সেসব বুড়োদের দল বিভিন্ন ঝগড়ায় মদদ দিয়ে থাকে। সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরী সেই সাথে শিক্ষার প্রসার ঘটাতে হবে এসব দ্বন্দ্ব-সংঘাত বন্ধে।
Copyright ©2010-2024 by তিমির বিদারী পাঠাগার, All rights reserved.