তিমির বিদারী পাঠাগার মুক্তির পথে আলোর দিশারী Monday, 29th April, 2024 |
তিমির বিদারী পাঠাগার
পাঠাগারটি অবস্থিত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর গ্রামের "মাতারবাড়ি"র হাজী মমতাজ উদ্দিন চৌধুরীর বাড়িতে যেটি বর্তমানে "চৌধুরী বাড়ি" নামে সমাদৃত অত্র অঞ্চলে। কামাল পাশা চৌধুরীর বাংলো ঘরের কক্ষতে (বারান্দার রুম) ২০১০ সালের শেষ দিকে আত্মপ্রকাশ করে আকরাম চৌধুরীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাতিঘর "তিমির বিদারী পাঠাগার"। প্রথম দিকে ৩৫ টি বই এর মাধ্যমে যাত্রা শুরু করে আমাদের গ্রামের প্রথম গণগ্রন্থাগার। ২০১৪ সালে এসে বইয়ের সংখ্যা ডাবল সেঞ্চুরি পেরিয়ে ত্রিপল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে দৃপ্তপায়ে। পাঠাগারটির পড়ার টেবিল বানিয়ে দিয়েছেন আমার আব্বা কালাম চৌধুরী সাহেব, টেবিল ক্লথটি দিয়েছে বন্ধু শাহপরান। রিবন মামা ও শাহপরান এর অর্থায়নে সাইনবোর্ড করা হয়েছে।

আনুষ্ঠানিক উদ্ভোধন এর সময় উপস্থিত ছিলেন তায়না আপু(প্রধান অতিথি), রাকিব ভাই, আইয়ুব খান, ইমরান, আকাশ, সৌখিন, তুহিন সহ নাম না জানা আরো অনেকেই। ০১৭১৯-৮১৩৩৬২ এই নাম্বারে যোগাযোগ করে বই নেয়া ও জমা দেয়া যাবে।
Copyright ©2010-2024 by তিমির বিদারী পাঠাগার, All rights reserved.